বেতাগীতে সরকারি গাছ বিক্রির অভিযোগ সাবেক পোস্টমাস্টার নুরুল ইসলামের বিরুদ্ধে , বিক্রিত ১৪ টি গাছ জব্দ বন কর্মকর্তা ।

মোঃ রিপন হাওলাদার বরগুনা বেতাগী প্রতিনিধিঃ
সরকারি নিয়মনীতি না মেনে বরগুনার বেতাগীর বিবিচিনি ইউনিয়ন পুলিশ ফাড়ি থেকে, বড় বাড়ির দরজা ওয়ব্ধা রাস্তার পাশের ১৪ টি মেহেগুনি গাছ বিক্রির অভিযোগ উঠেছে বিবিচিনি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাবেক পোস্টমাস্টার নুরুল ইসলামের বিরুদ্ধে।উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৬ নং পর্ব গরিয়াবুনিয়া এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মোঃ রুহুল আমিন নামে স্থানীয় এক ব্যক্তি বেতাগী উপজেলা বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। উক্ত অভিযোগে জানান, অব্ধা রাস্তার ১৪ টি মেহেগুনি গাছ পরিবেশ, বন বিভাগ ও প্রশাসনের অনুমতি না নিয়েই নুরুল ইসলাম গোপনে গাছ গুলো কেটে বিক্রির করার প্রস্তুতি নেওয়ার সময় গাছ গুলো জব্দ করা হয়েছে । গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে গাছের ব্যাপারী (ক্রেতা) গাছগুলো কেটে একটি মাঠে রাখে । পরে বিষয়টি স্থানীয়রা দেখে জানালে, বন বিভাগের বিড কর্মকর্তা মোঃ শাহজাদা ২১ সেপ্টেম্বর রবিবার ঘটনা স্থালে এসে ১৪ টি গাছ জব্দ করেছেন। এছাড়া ওই ব্যাক্তির বিরুদ্ধে আগেও গাছ কাটার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীরা।
নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, ‘ আমি যে গাছ কেটেছি সেটা আমার জমির গাছ, আমি কেটেছি, এই গাছ গুলো যদি পানি উন্নয়নের বোর্ডের হয় তাহলে আমার যে শাস্তি হবে তা মেনে নিবো। উপজেলা বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, আমি স্থানীয়দের মাধ্যমে গাছ কাটার বিষয়টি জেনে আমরা তদন্ত শেষ জলে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট তদন্ত রিপোর্ট পাঠানো হবে, বিড কর্মকর্তা শাহাজাদা বলেন, গাছকাটার খবর পেয়ে আমরা গাছ গুলি জব্দ করে বিবিচিনি ইউনিয়ন যুবদলের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান এর জিম্মিতে দেওয়া হয়েছে, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি জেনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?






