‎ভূমি মেলা ২০২৫ উপলক্ষে  উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।

May 25, 2025 - 11:29
 0  10
‎ভূমি মেলা ২০২৫ উপলক্ষে  উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।

‎মোঃ রিপন হাওলাদার বেতাগী বরগুনা প্রতিনিধিঃ 

‎বেতাগীতে উপজেলা রাজস্ব প্রশাসন কতৃক আয়োজিত ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা  অনুষ্ঠিত। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল রোববার (২৫ মে) থেকে মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত। আজ শনিবার (২৪ মে) সকালে বেতাগী উপজেলা পরিষদ হলরুমে কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান,  সহকারী কমিশনার ভূমি  জনাব, বিপুল সিকদার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব, বশির গাজী, উপজেলা নির্বাহী অফিসার বেতাগী বরগুনা,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনবা, বিপুল সিকদার সহকারি কমিশনার (ভূমি) বেতাগী বরগুনা, মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) বেতাগী থানা। আরো উপস্থিত ছিলেন জামাত ইসলামী বেতাগী উপজেলা শাখার সেক্রেটারি জনাব, শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান। মেলায় থাকবে ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা, খাস জমি বন্দোবস্ত আবেদন গ্রহণ, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন আবেদন ও নিষ্পত্তি, খতিয়ানের অনলাইন কপি সরবরাহ, মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে বিতরণ, জরিপ কার্যক্রম ভিত্তিক সেবা, বন্দোবস্তপ্রাপ্ত খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, সিটিজেন চার্টার অনুযায়ী সেবাপ্রদর্শন, সরাসরি সেবা প্রদান ও জিজ্ঞাসার উত্তর প্রদানে কর্মকর্তা নিয়োজিত থাকার ব্যবস্থা। মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালি, আলোচনা সভা সহকারী ভূমি কমিশনারের পক্ষ থেকে সকল নাগরিককে ভূমি মেলায় অংশগ্রহণ করে স্বচ্ছ, সহজ ও অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ সময় বেতাগীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রটিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎6

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0