চাঁদপুর জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৩

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে গ্রেপ্তার করেছে জেলা গুয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে চাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।

Apr 19, 2025 - 17:22
Apr 19, 2025 - 17:25
 0  4
চাঁদপুর জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৩

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে গ্রেপ্তার করেছে জেলা গুয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে চাঁদপুর  পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ইউসুফ গাজীকে শুক্রবার (১৮ এপ্রিল) দিনগত রাতে শহরের মুখার্জিঘাট নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। একই রাতে গ্রেপ্তার হয় ওয়ার্ড যুবলীগের দুই নেতা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইউসুফ গাজী ও হজু বেপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজী গ্রেপ্তার হয়েছে মাদক মামলায়। গ্রেপ্তার ৩জনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0