জোরপূর্বক জমি দখল ও পাকা ভবন নির্মাণের কেন্দ্র করে,দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে

Sep 13, 2025 - 21:03
 0  24
জোরপূর্বক জমি দখল ও পাকা ভবন নির্মাণের কেন্দ্র করে,দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে

জেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক পক্ষের অভিযোগ, প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখল ও পাকা ভবন নির্মাণের চেষ্টা করছে।

বাদী মোঃ ছিদ্দিকুর রহমান রিজন, পিতা মৃত আঃ ছত্তার, অভিযোগ করেন— বিবাদী মোঃ হারুন অর রশিদ (৬১) ও মোঃ হাদীসুর রহমান আজিম (৬৫), উভয়ের পিতা মৃত আহমদ আলী চৌকিদার, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও সম্প্রতি বিবাদীরা প্রতারণামূলকভাবে স্থানীয় সালিশের মাধ্যমে জমি দখলের চেষ্টা চালায়।

বাদীর দাবি, সালিশ বৈঠকে প্রতিশ্রুতি ভঙ্গ করে বিবাদীরা জোরপূর্বক জমির মাপজোখ পরিবর্তন করে নিজেদের দখল বৈধ করার চেষ্টা করে। এ সিদ্ধান্ত না মানায় বাদী পরিবারকে ভয়ভীতি ও নানা ধরনের হুমকি দেয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ২২ আগস্ট শুক্রবার সকাল ১০টার দিকে বিবাদীরা উক্ত জমিতে অবৈধভাবে পাকা বিল্ডিং নির্মাণ শুরু করে। বাধা প্রদান করলে বাদী ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাওয়া হয়।

জমির তফসিল অনুযায়ী, বিরোধপূর্ণ সম্পত্তি অবস্থিত— ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার মৌজা কচুয়া, জে এল নং ৩৯, এস এ খতিয়ান নং ৫৮৫, এস এ দাগ নং ২৬৬৫।

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0