নাগরপুরে শারদীয় দুর্গোৎসব সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে - নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম

কাজী মোস্তফা রুমি, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: বিজয়া দশমীর ঐতিহাসিক মেলার মধ্য দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জনের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ হয়েছে।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা।
আজ ৪ অক্টোবর'২৫ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় নিজ কার্যালয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা শেষ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুরে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নাগরপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মানবিক ব্যক্তিত্ব (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।
এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন- নাগরপুরে শারদীয় দুর্গোৎসব সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এবছর পূজা উদযাপন চ্যালেঞ্জিং বেশি ছিল। এবছর পূজার সংখ্যাও বেশি ছিল। গত বছর ১১৩ টি পূজা হয়েছে, এবছর ১২৬টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হয়েছে।
পূজা শুরু হওয়ার আগে থেকেই আমরা আইনশৃঙ্খলার ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করি। যৌথবাহিনী, সেনাবাহিনী, প্রশাসন সহ আমরা পুরো এলাকায় একাধিকবার টহল দিয়েছি। পূজা চলাকালীন সময়ে আমরা প্রত্যেকটি পূজা মন্ডপ পরিদর্শনে গিয়েছি।
সুন্দরভাবেই আমরা এই পূজাটা সমাপ্ত করতে পেরেছি। নাগরপুরবাসী সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন।আমি সকলকে নাগরপুর থানার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
What's Your Reaction?






