মহাষষ্ঠীর মধ্য দিয়ে নাগরপুরে আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গোৎসব শুরু

কাজী মোস্তফা রুমি, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: মহাষষ্ঠীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুর সহ সমগ্র বাংলাদেশে শারদীয় দুর্গাোৎসব শুরু হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর’২৫ রোজ রবিবার যথাযথ মর্যাদা ও ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে শুরু হয়েছে এই শারদীয় দুর্গোৎসব।
মহালয়া থেকে দুর্গাপূজার আমেজ শুরু হলেও আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে মূল আনুষ্ঠানিকতা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহাষষ্ঠীতে মর্তে আগমন ঘটেছে দেবী দুর্গার।
নাগরপুরে ১২৬ টি মন্দিরে দেবী দুর্গার পূজা উদযাপিত হচ্ছে। ইতিমধ্যে দুর্গাপূজাকে কেন্দ্র করে নাগরপুর উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের নেতৃত্বের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমগ্র নাগরপুরকে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে।
পাশাপাশি প্রতিটি মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নাগরপুরের প্রায় শতভাগ দুর্গা মন্দির আইপি ক্যামেরার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে বলে নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ গণমাধ্যমকে অবহিত করেছেন।
বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সচেতন ব্যক্তিবর্গ মর্তে দেবী দুর্গার আগমন উপলক্ষে নাগরপুর সহ সমগ্র দেশব্যাপী বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
What's Your Reaction?






