নাগরপুরের মামুদনগর বাস স্ট্যান্ড হতে ঢাকা-নাগরপুর বাস সার্ভিস পুনরায় চালু  

Nov 19, 2025 - 21:31
 0  5
নাগরপুরের মামুদনগর বাস স্ট্যান্ড হতে ঢাকা-নাগরপুর বাস সার্ভিস পুনরায় চালু  

নাগরপুরের মামুদনগর হতে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর অবশেষে ফিটনেস যুক্ত বাস নিয়ে নতুন নামে ‘ঢাকা–নাগরপুর’ বাস সার্ভিসের পুনরায় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

আজ ১৯ নভেম্বর রোজ বুধবার দুপুরে  মামুদনগর চারাবাগ  বাসস্ট্যান্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান বলেন- আমি আমার কথা রেখেছি। ফিটনেস বিহীন বাসগুলোর চলাচল নিষিদ্ধ করেছিলাম। নাগরপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ ফিটনেস সম্পন্ন বাস আবার রাস্তায় নামতে পেরেছে।

আজ থেকে চারাবাগ কাউন্টার থেকে ১০টি ফিটনেস যুক্ত বাস প্রাথমিকভাবে চলাচল শুরু করেছে এবং প্রতিটি বাসের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়েছে।

এই বাসগুলো দুই মাস টেস্ট-রানে চলবে। এর মধ্যে কোনো অব্যবস্থাপনা, অভিযোগ বা অনিয়ম পাওয়া গেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, কোনো ছাড় দেওয়া হবে না। 

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়া ছাড়ের ব্যবস্থাও রয়েছে। যেসব শিক্ষার্থীর প্রমাণ থাকবে, তারা ভাড়ায় ডিসকাউন্ট পাবে। 

রাস্তার চলমান কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে আরও উন্নতমানের বাস নাগরপুরবাসীকে উপহার দেওয়া হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, পাকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর বাস মালিক সমিতির সভাপতি মোঃ লোকমান মিয়া সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

পুনরায় বাস সার্ভিস উদ্বোধন স্থানীয় জনসাধারণ স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0