মির্জাগঞ্জে মহান মে দিবসে শ্রমিক দলের দুই পক্ষের সংঘর্ষ

May 1, 2025 - 20:11
 0  4
মির্জাগঞ্জে মহান মে দিবসে শ্রমিক দলের দুই পক্ষের সংঘর্ষ

মোঃ সুজন মির্জাগঞ্জ প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবসে উপজেলা শ্রমিক দলের র‍্যালী হট্টগোলে পণ্ড হয়েছে বৃহস্পতিবার ( ১ মে ) সকাল ১০ টায় উপজেলা শ্রমিক দলের আয়োজনে কোর্ট এলাকা থেকে র‍্যালীটি বের হয়। পরে র‍্যালীটি উপজেলা পরিষদের সামনের গেইটের কাছাকাছি পৌঁছলে নেতাকর্মীদের মাঝে ব্যপক হট্টগোল বাঁধে। এতে র‍্যালীটি সাথেসাথে পণ্ড হয়ে যায়। জানা যায়, আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক দল বর্ণাঢ্য র‍্যালী বের করেন। এ র‍্যালীতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেয়। র‍্যালীটি কোর্ট এলাকা থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা শ্রমিক দলের আর একটি র‍্যালীর সাথে মুখোমুখি হয়। তখন দুই র‍্যালীতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে ব্যপক হট্টগোল ও ধস্তাধস্তি হয়। এতে সাথেসাথে র‍্যালীটি পণ্ড হয়, এবং র‍্যালীতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এদিকওদিক ছুটে যায়।

র‍্যালীতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দীন হাওলাদার, সাধারণ সম্পাদক নান্নু সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0