বরিশালে শিক্ষার্থীকে হেনস্তা, বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত

Nov 15, 2025 - 21:21
 0  3
বরিশালে শিক্ষার্থীকে হেনস্তা, বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত

বরিশাল নিউজ ডেক্স:

বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীকে হেনস্তা করায় বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত বরিশাল থেকে দেশের সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানান, আজ (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে বিএম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবু বকর গ্রামের বাড়ি হিজলা থেকে বরিশালে আসছিলেন। বাসে বসে হাফ ভাড়া নিয়ে বাসের চালক ও সহকারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময়ে বাসের চালক ও সহকারী তাকে হেনস্তা করে। পরে বিষয়টি তার সহপাঠীদের জানালে তারা রাত ৭টার দিকে বাসস্ট্যান্ডে গিয়ে এমন আচরণের কারণ জানতে চান। এ সময়ে বাস শ্রমিকরা জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপরে হামলা চালায়।  এখবর বিএম কলেজে পৌঁছা মাত্র কলেজের আবাসিক শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডে এসে জড়ো হলে পুনরায় শ্রমিকরা তাদের ওপরে হামলা করে। এ সময়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে পুরো নথুল্লাবাদ রণক্ষেত্রে পরিণত হয়। এ সময়ে শিক্ষার্থীরা হামলা চালিয়ে শতাধিক বাসের গ্লাস ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময়ে শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনার বিচারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ সময়সূচি চলছিল।  তবে এ ব্যাপারে বাস মালিক সমিত কিংবা বাসশ্রমিক ইউনিয়নের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।  কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রাহমান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীদের বেশিরভাগ হোস্টেলে ফিরে গেছেন। এ নিয়ে বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং শিক্ষার্থীদের আলোচনা চলছে। দ্রুত সময়ে মধ্যে এর সমাধান হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0