‎মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতার সাংবাদিক সম্মেলন।

May 13, 2025 - 22:37
May 13, 2025 - 22:39
 0  4
‎মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতার সাংবাদিক সম্মেলন।

‎মোঃ রিপন হাওলাদার বেতাগী বরগুনা প্রতিনিধিঃ

‎বরগুনা বেতাগী পৌর বিএনপি যুগ্না আহবায়ক শাহাজামাল মিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগে বিরুদ্ধে বেতাগীতে সাংবাদিক সম্মেলন করেন। পৌর ষ্টান্ড ইজারাদার খোকন বরগুনা বিজ্ঞ দায়রা জজ আদালতে শাহাজামাল মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। এবং গত ২৩ ই এপ্রিল মামলার সঠিক তদন্ত ছাড়াই শাহাজামাল মিন্টুকে গ্রেপ্তার করে বরগুনা কারাগারে পাঠায় বেতাগী থানা পুলিশ। বেতাগী পৌর বিএনপির যুগ্না আহবায়ক শাহাজামাল মিন্টু বলেন, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পারিবারিকভাবে অর্থ-সম্পদের মালিক। আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগের বিষয়ে আমি কিছুই জানিনা,  আমার রাজনৈতিক ক্যারিয়ার করার জন্য, আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি অভিযোগ এনে ইজারাদার খোকন, বরগুনা বিজ্ঞ দায়রা জজ আদালতে মামলা করে। আমি দলের প্রয়োজনেও কখনও কারো কাছ থেকে চাঁদা অথবা অনুদান দাবি করিনি। অথচ আমার বিরুদ্ধে আদালতে  মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করে  আমাকে, ২৩ দিন কারাগারে রেখেছেন। সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতা শাহাজামাল মিন্টু আরো বলেন, দীর্ঘ সতেরো বছর ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত সরকারের আমলে অনেক মিথ্যা ও গায়েবী মামলার শিকার হয়েছিলাম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ভেবেছিলাম স্বস্তিতে থাকব। ঠিক ওই সময়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার নস্ট করার জন্য, চায়ের দোকান মালিক খোকন বাদী হয়ে আমার বিরুদ্ধে দুই লাক্ষ টাকার মিথ্যা চাঁদাবাজির মামলা করেছেন। যাহার পুরো দোকানে ৫০ হাজার টাকার মালামাল নেই। এই মিথ্যা মামলা সঠিক ভাবে তদন্ত করে, উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এরই সাথে সঠিক ভাবে তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। উক্ত মামলা সূত্রে জানা যায়, গত ২২ই এপ্রিল বরগুনা বিজ্ঞ দায়রা জজ আদালতে ইজারাদার খোকন বাদী হয়ে, উপজেলা সেচ্ছাসেবকদল আহবায়ক, নেছার খানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করে তিনি। মামলায় আসামিগন হলো, ১/ বেতাগী উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক, মোঃ রেজাউল করিম নেছার খান, ২ন/  বেতাগী উপজেলা যুবদলের যুগ্না আহবায়ক, মোঃ মিন্টু ৩/ বেতাগী পৌর বিএনপির যুগ্না আহবায়ক মো শাহাজামাল মিন্টুকে আসামি করে মামলা করেন। শাহাজামাল মিন্টু এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবামঙ্গলবার  (১৩ মে ) সন্ধা ৭ ঘটিকায়, বেতাগী বাসষ্টান্ড মেঘনা কাউন্টার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‎উক্ত মামলার বাদী খোকন বলেন, আমি বেতাগী পৌর আটো স্টান্ড ইজারাদার,  নেছার ও মিন্টু সহ আরো কিছু লোক জন এসে আমার কাছে ২ লাক্ষ টাকা দাবি করেন আমি টাকা দিতে রাজি না হওয়ায় তারা আমার প্রতিষ্ঠানের নামে রিসিভ বানিয়ে বিভিন্ন যায়গায় টোল আদায় করেন।৫

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0