ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার 79, জন বাংলাদেশি ধীবর
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
গতকাল রাতে ভারতের বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় হলদিয়া কাছে বেআইনি ভাবে ভারতীয় জলসীমায় মাছ ধরার কারণে মোট 79, জন বাংলাদেশি ধীবর কে গ্রেপ্তার করেছে ভারতীয় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা এবং সুন্দর বন জেলা পুলিশ।এই খবর নিশ্চিত করেছেন সুন্দর বন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও আই পি এস। কিছুদিন আগে সুন্দর বন এলাকার কিছু ধীবর মাছ ধরতে গভীর সাগরে যায়। কিন্তু ঘনো কুয়াশার কারণে কিছু দেখতে না পেয়ে তারা খুলনার মঙ্গলা বন্দর এলাকায় ঢুকে পড়ে। এবং সেখান থেকে ভারতের মাছ ধরার ট্রলার সহ ধীবর দের গ্রেপ্তার করে বাংলাদেশের কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। তার কিছু দিন পর ভারতের জলসীমায় মাছ ধরতে আসা তিন টি মাছ ধরার ট্রলার সহ ৭৯,জন ধীবর কে গ্রেপ্তার করে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা এবং সুন্দর বন জেলা পুলিশ। এদিন কোস্টগার্ড এর দুই বোর্ড অমৃত কৌর ও কমলা দেবী আই এম বি এল এ নিয়ে তাড়া করে চারিদিক থেকে ঘিরে ধরে ফেলে বাংলাদেশ এর ধীবর দের। এবং তাদের কে গ্রেপ্তার করে কাকদ্বীপ মহাকুমা পুলিশ আদালতে তোলা হয়। এবং তাদের কে পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে জিজ্ঞেসবাদ করার জন্য।এই খবর নিশ্চিত করেছেন সুন্দর বন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও আই পি এস।যে সমস্ত ধীবর কে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি খুনলা ও বাগেরহাট ও সাতক্ষীরা ও হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।।
তারিখ ১৯/১১/২০২৫, বুধবার রাত সাড়ে এগারোটা
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
