টাঙ্গাইলের নাগরপুরে বিজয়া দশমীর মেলা শেষে দুর্গা প্রতিমা বিসর্জন

Oct 2, 2025 - 20:37
 0  2
টাঙ্গাইলের নাগরপুরে বিজয়া দশমীর মেলা শেষে দুর্গা প্রতিমা বিসর্জন

কাজী মোস্তফা রুমি, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বিজয়া দশমীর মেলা শেষে দুর্গা প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব'২৫। 

আজ ২ অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকেল ৪:০০ ঘটিকা হতে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে  সরকার নির্ধারিত সময় সন্ধ্যা সাতটায় প্রতিমা বিসর্জন শুরু হয়ে ধারাবাহিকভাবে তা শেষ  হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহবায়ক শিব শংকর সূত্রধরের সভাপতিত্বে সদস্য সচিব ঝুটন কুমার সাহার সঞ্চালনায় বিসর্জন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, নাগরপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর শাহীন কবীর শুভ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন টাঙ্গাইল তওফিক, নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম, বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম,  নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্র নারায়ণ শীল, নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ভারপ্রাপ্ত সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রুদ্র চক্রবর্তী গৌরব।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সহ অসংখ্য দর্শনার্থী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0