বেতাগীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে (বিএমএসএফ )সমাবেশ ও মানববন্ধন।

এইচ এম রিপন, বেতাগী (বরগুনা)প্রতিনিধিঃ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জন প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে বেতাগী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সোমবার (১১ই আগষ্ট) বিকাল ৫ টায় সাপ্তাহিক বিষখালী চত্বরের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সাংবাদিকদের আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক বাংলাদেশের খবর উপজেলা সংবাদদাতা প্রভাষক মোঃফোরকান ইসলাম ইমরাতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের বেতাগী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হাসান। বেতাগী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃমিজানুর রহমান ডব্লিউ , বেতাগী প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন খান ,মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জসিমউদদীন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,দৈনিক আমার সংবাদ উপজেলা সংবাদদাতা মোঃ সুজন, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জামাল হোসেন খান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি হৃদয় হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান রিজন ও সদস্য রিপন প্রমুখসহ উপজেলার সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ মানববন্ধনে উপস্থিত থেকে সাংবাদিক হত্যার প্রতিবাদ করেন। উল্লেখ্য গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত (৭-ই আগস্ট) বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে। এ ছাড়াও ওইদিন মনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে আঘাত করে আহত করা হয়।সভাপতি আলোচনায় জোর দাবি জানিয়ে বলেন সাংবাদিক হচ্ছে জাতির আয়নার দর্পন। তাদের নির্বিচারে নির্যাতন, গুম,খুন, হুমকি দেওয়া যাবেনা। তিনি অবিলম্বে সকল খুনিদের আইনের আওতায় এনে যতদ্রুত সম্ভব বিচারের দাবী জানান।এ ছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য সরকারকে কঠোর ভাবে দমনের অনুরোধ জানান।
What's Your Reaction?






