বিএমএসএফ'র পাঁচ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা যাচ্ছে। 

Aug 19, 2025 - 19:48
 0  3
বিএমএসএফ'র পাঁচ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা যাচ্ছে। 

বিশেষ প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (রেজি: নং ০৬/২০২২) এর আওতাধীন নিম্মোক্ত শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা যাচ্ছে। এ সকল শাখা কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিলক্ষিত না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহন করা হলো। নতুন নেতৃত্বের মাধ্যমে এ সকল শাখা কমিটি পুনরায় গঠন করা হবে। 

অদ্য তারিখ থেকে তা কার্যকর হবে। 

শাখার নাম: 
১. চাঁদপুর জেলা শাখা
২. কুষ্টিয়া জেলা শাখা
৩. পাবনা জেলা শাখা
৪. পিরোজপুর জেলা শাখা
৫. বগুড়া জেলা শাখা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাথে থাকার জন্য ধন্যবাদ-

(আহমেদ আবু জাফর)
চেয়ারম্যান 
ট্রাস্টি বোর্ড 
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
১৯ আগস্ট, ২০২৫ খ্রী:।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0