নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহল অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: মহাষষ্ঠীতে যথাযথ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব'২৫।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এবং নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর'২৫ রোজ রোববার দিনব্যাপী নাগরপুর সদর ইউনিয়ন ও মামুদনগর ইউনিয়নের মোট ১৫টি পূজা মণ্ডপে এই টহল কার্যক্রম চালানো হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহল শেষে নাগরপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন- নাগরপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিটি পূজা মণ্ডপে শতভাগ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ, সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছে। এছাড়া পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা দ্বারা ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
বিশেষভাবে উল্লেখ্য, নাগরপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ১২৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে।
উক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহলে নাগরপুর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা, নাগরপুরে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






