ফ্রিজের আড়ালে লুকাতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ২ বোনের মৃত্যু

Apr 20, 2025 - 11:56
 0  3
ফ্রিজের আড়ালে লুকাতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ২ বোনের মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎতায়িত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—উপজেলার মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু দুটি। এক পর্যায়ে তারা পাশের বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎতায়িত হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়ে ছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0