গজারিয়া স্বর্ণের দোকানে ছিনতাই দোকানিকে ছুরিকাঘাতে আহত।

May 2, 2025 - 20:37
 0  3
গজারিয়া স্বর্ণের দোকানে ছিনতাই দোকানিকে ছুরিকাঘাতে আহত।


ওসমান গনি 
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলায় সুমা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা ও দোকানি শুভ কর্মকার (৩৪) কে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (২ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় গজারিয়া থানাধীন হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজারে অবস্থিত সুমা জুয়েলার্সে স্বর্ণালঙ্কার কেনার কথা বলে দোকানে প্রবেশ করে মোঃ মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তি। একপর্যায়ে দোকান থেকে প্রায় ২ ভরি ৪ আনা ওজনের তিনটি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা) নিয়ে চলে যায়।  

এসময় বিবাদী মোস্তফা সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে শুভ কর্মকারের ডান হাতে উপর্যুপরি আঘাত করে। আহত শুভ কর্মকারের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী মোস্তফা ঘটনাস্থল ত্যাগ করে এবং ভবিষ্যতে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

খবর পেয়ে আহতের মা দুলু রানী কর্মকার ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় দুলু রানী কর্মকার গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0