বরিশালে পান চাষিদের বিক্ষোভ সমাবেশ।

Oct 20, 2025 - 14:22
 0  3
বরিশালে পান চাষিদের বিক্ষোভ সমাবেশ।

মোঃইমরান স্টাফ রিপোর্টার: বরিশাল। 

বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাংলাদেশ পান চাষি সমিতি বরিশাল জেলা শাখার উদ্যোগে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন নিমাই মন্ডল,সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ পান চাষি সমিতি, কেন্দ্রিয় কমিটি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ,সদস্য, জাতীয় কৃষক খেতমজুর সমিতি, কেন্দ্রিয় কমিটি;অধ্যাপক মোঃ জলিলুর রহমান,সভাপতি, জাতীয় কৃষক খেতমজুর সমিতি, বরিশাল জেলা কমিটিসহ প্রমুখ। 
‎দাবি সমূহের মধ্যে 
 পান রপ্তানি বাড়াতে হবে এবং এক্ষেত্রে অবিলম্বে আরোপিত সকল বাঁধা দূর করতে হবে।পান চাষিদের সহজশর্তে স্বল্পসুদে কৃষি ঋণ দিতে হবে।
‎ শুধুমাত্র পান চাষের উপর নির্ভরশীল চাষিদের ত্রাণের আওতায় আনতে হবে।
‎পান রপ্তানিকারকদের সাথে সাথে উৎপাদক পান চাষিদেরও প্রণোদনা দিতে হবে।
‎উক্ত বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন বলে জানা যায়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0