সরকারি জমি দখল করে ভূমি দস্যু।

জেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১নং মাধব খালি ইউনিয়নের ৬ নং চৈতা বাজারের সরকারি জমি দখল করে আঃ জব্বার হাওলাদার, পিতা মৃতঃমফেজ হাওলাদার ।
দীর্ঘ দিন যাবত সরকারি জমি দখলের চেষ্টা করে আসছিলো আঃ জব্বার হাওলাদার । গত ২৩/০৮/২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ৭ টা থেকে সকাল ৭:৩০ মিনিট এর সময় আঃ জব্বার হাওলাদার তার দলবল নিয়ে চৈতা বাজারে সরকারি জমি দখল করার জন্য আসে।চৈতা বাজারের মাছ বিক্রি টলঘরের ফাঁকা জমিতে ভূমি দস্যু আঃ জব্বার হাওলাদার তার দলবল নিয়ে খুটি গেড়ে দখল করে। এ সময় বৈরি আবহাওয়ার কারণে চৈতা বাজারে কোন লোকজনের তেমন কোন আনাগোনা ছিলো না। এই সুযোগ টি কাজে লাগিয়ে আঃ জব্বার হাওলাদার তার দলবল নিয়ে খুটি গাড়েন। বাজারের জমিটি সরকার একওয়ার করেন। যাহার খতিয়ান নাম্বার হলো ২৭৪ এবং ৩৬২ নং খতিয়ান থেকে সরকার একওয়ার করেন। এ বিষয়ে আঃ জব্বার হাওলাদার এর সাথে মুঠোফোনে আলাপ করতে চাইলে তাকে একাধিকবার ফোন করা হয়। তিনি ফোন রিসিভ করেননি। এরপর মির্জাগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাংবাদিকদের আলাপ হয়।আলাপ কালে নির্বাহী কর্মকর্তা বলেন সরকারি জমি দখল করা আইনত অপরাধ। সরকারি জমি দখল করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবেন বলে তিনি সাংবাদিকদের জানান। নাম প্রকাশ না করার শর্তে চৈতা স্থানীয় লোকজন বলেন বহু বছর আগের বাজার এই চৈতা বাজার। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।এবং ভূমি দস্যুর হাত থেকে চৈতা বাজারকে রক্ষা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান চৈতা বাজারের স্থানীয় লোকজন।
What's Your Reaction?






