‎বেতাগীতে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা আটক।

Jul 1, 2025 - 17:12
Jul 1, 2025 - 17:21
 0  103
‎বেতাগীতে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা আটক।



‎এইচ এম রিপন
‎বেতাগী বরগুনা প্রতিনিধিঃ

‎বরগুনার বেতাগী উপজেলা বিবিচিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড দেশান্তর কাঠি এলাকায় সৌদি প্রবাসী সেলিম হাং এর স্ত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হয়েছেন বিবিচিনি ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন মল্লিক (২২) ৩০ই জুন সোমবার রাতে বিবিচিনি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দেশান্তর কাঠি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিষিদ্ধ  ছাত্রলীগ নেতা মনির মল্লিক, বিবিচিনি ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ছত্তার মল্লিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিবিচিনি ইউনিয়নের দেশান্তর কাঠি এলাকার সৌদি প্রবাসী সেলিম হাং স্ত্রী তার বাড়িতে বসবাস করে আসছেন। স্বামী প্রবাসে থাকার সুযোগে, প্রবাসীর স্ত্রী শারমিন বেগম দীর্ঘ ৬ বছর মনির মল্লিকের সাথে ঘরে তোলেন অবৈধ সম্পর্ক। শারমিন বাবার বাড়িতে বেরাতে আসলে বিবিচিনি ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি মনিরমল্লিক, শনিবার রাত ১০টা ৩০টার দিকে শারমিন দের বাড়িতে প্রবেশ করে কথাবার্তা বলা শুরু করে। বিষয়টি স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি করে। পরে রাত সাড়ে ১২,৩০টায় দিকে স্থানীয় লোকজন গিয়ে তাকে হাতেনাতে আটক করে গণধোলাই  দিয়ে  পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে চিকিৎসা জন্য বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান, পরে উন্নত চিকিৎসার জন্য মনির মল্লিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিমে) পাঠানো হয়,।বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা বিষয়টি জেনেছি , মনির মল্লিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ দেয়নী আমরা অভিযোগ পেলে আইনগত ব্যাবস্তা নেওয়া হবে6

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0