আমিতো কোনো অন্যায় করিনি: কারাগার থেকে সাংবাদিক আওলাদ হোসেন

May 17, 2025 - 01:47
 0  1
আমিতো কোনো অন্যায় করিনি: কারাগার থেকে সাংবাদিক আওলাদ হোসেন

জেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান 

ঢাকা, শুক্রবার, ১৬ মে,২০২৫: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কারাবন্দি সাংবাদিক আওলাদ হোসেন আজাদ কারাগার থেকেই কান্নাভেজা কণ্ঠে নিজের নির্দোষতার কথা জানিয়েছেন। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টা ৩৩ মিনিটে নীলফামারী কারাগার থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে ফোন করে তিনি বলেন, “আমিতো কোনো অন্যায় করিনি। কেনো আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র! সাংবাদিকতার বাইরে আমার কোনো পরিচয় নেই।”

আওলাদ আজাদ আরও বলেন, “এক সময় আমি ছাত্র রাজনীতি করতাম, সত্যি। তবে সাংবাদিকতায় সক্রিয় থাকার কারণে সেই পদও আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছি। তারপরও কেনো পুরোনো ঘটনা টেনে আমাকে হয়রানি করা হচ্ছে?”

তিনি দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা পেশায় সক্রিয় থাকার কারণেই হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন।

 পুলিশের গাড়িতে হামলার অভিযোগের মামলায় তাকে আসামি করা হয়। গত ১২ মে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে অন্যান্য সাংবাদিকদের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সারাদেশে নিন্দা ও  প্রতিবাদের ঝড় উঠে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। আওলাদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।5

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0