চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে সিনেমা স্টাইলে গুলিবর্ষণ।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি):
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল সুপার প্রপাটিজ ও ডায়মন্ড অটোব্রীক্স এর মালিক মো. জাহাঙ্গীর আলম এর বাড়িতে আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। বিদেশী নাম্বার থেকে চাওয়া হয়েছি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার পরে এই ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে প্রকাশ্য দফায় দফায় গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয়রা জানান, হাটহাজারী ইছাপুর উত্তর মেখলে
আমাদের জাহাঙ্গীর আলমের বাসায় প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। এমন নৃশংস ঘটনা শুধু জাহাঙ্গীর ভাই বা তার পরিবার নয়—আমাদের পুরো সমাজকেই ভীত করে তুলেছে। প্রায় ১৫ দিন আগে বিদেশি নাম্বার থেকে হুমকি দিয়ে এই টাকা দাবি করা এরপর দিনেদুপুরে প্রকাশ্যে গুলি বর্ষণ।
এ বিষয়ে জানতে ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ আজ ৫টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, ঘটনার পর পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে তারা এ ঘটনায় থানায় এসে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
What's Your Reaction?






