দ্রুত বিচার আইনেই তুহিন হত্যার বিচার করতে হবে; শ্রীপুরে বিএমএসএফ নেতৃবৃন্দ 

Aug 23, 2025 - 17:20
 0  2
দ্রুত বিচার আইনেই তুহিন হত্যার বিচার করতে হবে; শ্রীপুরে বিএমএসএফ নেতৃবৃন্দ 

গাজীপুর, শনিবার, ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার আইনেই সম্পন্ন করতে হবে। কোনো ধরনের টালবাহানা চলবে না বলে দৃঢ় ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি আজ শনিবার (২৩ আগস্ট) সকাল দুপুর সাড়ে ১২টায় টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় শহীদ সাংবাদিক তুহিনের স্মৃতিকে অম্লান রাখার লক্ষ্যে এবং হত্যার দ্রুত বিচারের দাবিতে পথসভা ও বিশেষ কর্মসূচির আয়োজন করে বিএমএসএফ।

এর আগে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আনুষ্ঠানিক ভাবে চান্দনা চৌরাস্তাকে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করেন। এ সময় একটি গাছের চারা রোপণ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদ সাংবাদিকের স্মৃতিকে চিরস্মরণীয় করা হয়।

বিএমএসএফের পক্ষ থেকে জানানো হয়, শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তরুণ সাংবাদিকতার ইতিহাসে এক অমর নাম হয়ে থাকবেন। তিনি রাষ্ট্র, জাতি ও গাজীপুরবাসীর নিরাপত্তার জন্য সর্বদা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কর্মসূচিতে শ্রীপুর উপজেলা বিএমএসএফ সভাপতি আব্দুল বাতেন বাচ্চুর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
ট্রাস্টি বোর্ডের  সদস্য মোস্তাক আহমেদ খান ও আমজাদ হোসেন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মোঃ আল মাসুম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভুঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, মো: হাসান, মৃণাল কান্তি চৌধুরী প্রমুখ।

এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং গাজীপুরের স্থানীয় সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

বিএমএসএফ জানায়, শহীদ সাংবাদিক তুহিনের স্মৃতিকে ধরে রাখতে এবং সাংবাদিকতার মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত ভাবে আয়োজন করা হবে। কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পথসভায় অংশ নেন এবং দুপুরে শহীদ তুহিনের নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যান। সেখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত, দোয়া-মিলাদ ও তবারক বিতরণ করেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0