হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির বাস খাদে: আহত ১০।

May 12, 2025 - 00:11
 0  6
হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির বাস খাদে: আহত ১০।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে।

রোববার (১১মে) সকালে হাটহাজারী উপজেলার চট্টগ্রাম- খাগড়াছড়ি- হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের ১১ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার  সকালে  চট্টগ্রামের অক্সিজেন বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত দশ জন যাত্রী আহত হন৷ পরে আশপাশের লোকজন ও পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, বাস দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার্ড করা হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।6

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0