হেফাজতের মহাসমাবেশ সফল করার জন্য মুফতী খলিল কাসেমীর- উদাত্ত আহ্বান। 

May 1, 2025 - 13:44
 0  3
হেফাজতের মহাসমাবেশ সফল করার জন্য মুফতী খলিল কাসেমীর- উদাত্ত আহ্বান। 

হেফাজতের মহাসমাবেশ সফল করার জন্য মুফতী খলিল কাসেমীর- উদাত্ত আহ্বান। 

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

হেফাজতের মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী দাঃ বাঃ এর উদাত্ত আহবান। 

বৃহস্পতিবার (১ মে) এক বিবৃতিতে তিনি এহ আহ্বান জানান, প্রিয় দেশবাসী
আপনারা নিশ্চয়ই অবগত আছেন,কুরআন বিরোধী নারী নীতিমালা বাতিল,সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল,হেফাজত নেতাকর্মীদের বিরু/দ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মা/মলা প্রত্যা/হার ও ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহ/ত্যা বন্ধের দা/বীতে আগামী ৩রা মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেশের সর্ববৃহৎ দ্বীনি,অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ব্যবস্থাপনায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে,ইনশাআল্লাহ।

শহী/দের র/ক্তে গড়া সংগঠন হেফাজতে ইসলাম এর এই আহবানে সাড়া দিয়ে মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করা দেশের আপামর তৌহিদী জনতার ঈমানী দায়িত্ব বলেই আমি মনে করি।তাই দেশপ্রেমিক ও ধর্মভীরু সকল মুসলমানদেরকে শনিবারের মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করার আহবান জানাচ্ছি।

আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী কুরাইশী দাঃ বাঃ
মহাপরিচালক,আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
সিনিয়র নায়েবে আমীর,হেফাজতে ইসলাম বাংলাদেশ।5

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0