হেফাজতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হাটহাজারিতে সংহতী সমাবেশ ও গন মিছিল। 

May 3, 2025 - 00:59
 0  6
হেফাজতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হাটহাজারিতে সংহতী সমাবেশ ও গন মিছিল। 

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে, হাটহাজারী উপজেলা হেফাজতের সংহতী সমাবেশ ও গন মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২রা মে) জুমাবার হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে, হাটহাজারী  ডাকবাংলো চত্বরে, আগামীকাল ৩রা মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন বিরোধী নারী নীতিমালা প্রত্যাহার সহ ৪টি দাবীতে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক  সমাবেশ ও গন মিছিল অনুষ্ঠিত হয়।

হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির  আল্লামা মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির। কেন্দ্রীয় সরকারী মহাসচিব মাওলানা জাফর আহমেদ,সহাকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ আহসান উল্লাহ ,উপজেলা হেফাজতের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ ফতেপুর মাদ্রাসা।মাওলানা মাহমুদ হোসাইন, পৌরসভা হেফাজতের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী। মাওলানা জাহাঙ্গীর জাফরাবাদী,জনাব নূর মোহাম্মদ।জনাব মোরশেদ আলম, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ। উপজেলা হেফাজতের সংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ।মাওলানা ওজাইর হামিদী। জনাব মোঃ রাশেদ আলম। জনাব আবুতাহের রাজিব। মাওলানা ওবাইদুর রহমান, আবরার মিরাজ চৌধুরী সহ  উপজেলার সকল ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠান শেষে মহাসমাবেশের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।৫

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0