বেতাগী কৃতি সন্তান নবাগত চায়না থেকে পিএইচডি করা শেখ সাদীকে বিএমএসএফ এর সংবর্ধনা।

মোঃ রিপন হাওলাদারউ পজেলা প্রতিনিধি
বরগুনা জেলা বেতাগী উপজেলা উওর বেতাগী কৃতি সন্তান, বেতাগী নবাগত চায়না থেকে পিএইচডি শেষ করে তার নিজ উপজেলায় সাদীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন,জানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ সদস্য বৃদ্ধ। বিএমএসএফ কে শেখ সাদী বলেন বেতাগীতে আমার জম্মভুমি বেতাগীতে শিক্ষার্থীদের জন্য কিছু করতে চাই, তাদের শিক্ষার হার উন্নতি হয় এমন একটি পাঠাগার তৈরি করতে চাই, ২০০৭ সালে সিডরের সময় বেশ কিছু মানুষ কে সাহায্য করেছি একটি প্রতিষ্ঠান মাধ্যমে, এখন আবার দেশে ফিরে বেতাগী মানুষের পাশে দাড়াতে চাই, বিশ্বমানবতার আলোচিত ন্যায় পরায়ন মানুষ শেখ সাদীক। তিনি আরো বলেন অনেক বছর পরে পরিবারের সবাই কে এক সঙ্গে পেয়ে খুবই আনন্দিত। এই দিকে আবদুল কুদ্দুস , ০৫ সন্তানের পিতা সন্তানদের নিয়ে সুখীময় জীবন তার। ১ম পুত্র সবুজ ২য় শেখ সাদী ০৩ সজল ০৪ সিফাতুল ০৫ সিরাজুল শেখ সাদী বেতাগী উপজেলা বাসির কাছে দোয়া ও ভালোবাসা চায়, তার চাওয়া সাধারণ জনগণের সেভা করা।
এছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বেতাগী উপজেলার শাখার সম্মানিত সাধারন সম্পাদক ফোরকান ইসলাম ইমরাত, এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জামাল হোসেন খান ইটিভি বাংলা জেলা প্রতিনিধি, মোঃ দুলাল ফেরদৌস বিশ্ব মিডিয়া বেতাগী উপজেলা প্রতিনিধি, মোঃ রিপন জাতীয় দৈনিক দেশবার্তা, এবং বিএমএসএফ এর সদস্য।
What's Your Reaction?






