টুঙ্গিপাড়ায় মৎস্য অবমুক্তর মধ্য দিয়ে শুরু হল জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

Aug 18, 2025 - 13:49
 0  6
টুঙ্গিপাড়ায় মৎস্য অবমুক্তর মধ্য দিয়ে শুরু হল জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

মোঃ তপু শেখ 
গোপালগঞ্জ প্রতিনিধি 


দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল-“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলছে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, কৃষিবিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল ও উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ এবং ভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা অংশ নেন।

বক্তারা বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও দেশীয় প্রজাতির মাছের টিকে থাকার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। চাষিদের এ বিষয়ে আরও মনোযোগী হতে হবে, নইলে অনেক দেশীয় প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে গত ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0