বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে হলে তরুণদের বিকল্প নেই।

জেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ সদস্য আবুল হোসেন খাঁন বলেছেন, গত ১৬ বছর ধরে যারা স্বৈরাবচারী সরকারের বিরুদ্ধে রাজপথে থেকেছে, মামলা-হামলার শিকার হয়েও দল ছাড়েনি তাদেরকেই আমরা মূল্যায়ন করবো। তবে সেই মূল্যায়ন হবে জনগণের রায় অনুযায়ী, ব্যক্তিগত পছন্দে নয়। শনিবার (৯আগস্ট) সকাল দশটায় আনুষ্ঠানিক ভাবে , নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃকামরুজ্জামান হেলাল এর সভাপতিত্বে মহেশপুর সৈয়দ আফছার আলী ডিগ্রী কলেজের হল রুমে, জাতীয়তাবাদী দল বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনে আয়োজন করা হয়, প্রধান অতিথি আবুল হোসেন খান বলেন ।,আমরা দলীয় আদর্শে আপোষ করতে পারি না। আওয়ামীলীগ সংশ্লিষ্ট কেউ বা যারা অন্য দলের পদ-পদবিধারী, তাদের বিএনপিতে স্থান নেই। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ। কোন নেতা যদি বহিরাগত কাউকে দলে আনে, তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারুন-অর-রশীদ জোমাদ্দার, আহ্বায়ক, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি@ হিসেবে আর ও উপস্থিত ছিলেন,সেলিনা হোসেন বাবলী, নাসির জোমাদ্দার, কামরুজ্জামান মিজান, মিজানুর রহমান চুন্নু শাহাবউদ্দীন তালুকদার শাহীন,০৯ টি ওয়ার্ডের ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, প্রার্থীদের ব্যানার-পোস্টারে পুরো ইউনিয়ন ছিল উৎসব মুখর পরিবেশ। দ্বি বার্ষিক সম্মেলনে ঘড়ি প্রতীক নিয়ে .মোঃ সোহেল ফরাজী, ১৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন,এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল সিকদার আনারস প্রতীক নিয়ে ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বাহাদুর খান টিউবওয়েল প্রতীক নিয়ে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
আগামী দিনে এই তরুণদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বিএনপির কার্যক্রম আর ও শক্তিশালী হবে এটাই সকলের প্রত্যাশা।
What's Your Reaction?






