বেতাগীতে,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে উদ্যোগে কলম বিরতি অনুষ্ঠিত হয়েছে। 

May 20, 2025 - 23:59
 0  8
বেতাগীতে,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে উদ্যোগে কলম বিরতি অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রতিনিধি  মোঃ জামাল হোসেন খান 

বরগুনা বেতাগীতে,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে উদ্যোগে সাংবাদিক সুরক্ষা আইন তালিকা প্রনয়ন নিয়োগ নীতিমালা প্রনয়ণ সহ ১৪ দফা আদায়ের লক্ষ্যে সারাদেশে ন্যয় বেতাগীতে কলম বিরতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়, সংগঠনের সদস্য সচিব ফোরকান হোসেন ইমরাতের সঞ্চালনায়  ও সংগঠনের আহবায়ক শাহাদাৎ হোসেন মুন্না  সভাপত্বি বক্তব্য রাখেন , বেতাগী প্রেসক্লাবে সভাপতি মোঃ সাইদুর ইসলাম মন্টু,সাধারণ সম্পাদক মোঃ মহাসিন খান,নয়া দিনান্ত প্রতিনিধি মোঃ কামাল হোসেন খান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সদস্য মোঃ জামাল হোসেন খান,  যুগ্নআহয়াবাক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মোঃ হাসান, সদস্য  মিজানুর রহমান ডবলু, প্রতিনিধি দৈনিক আমার দেশ,সদস্য  মেহেদী হাসান কোয়েল  দৈনিক কালবেলা,দৈনিক আজকের প্রতিকার প্রতিনিধি হৃদয় হোসেন মুন্না, যুগ্নআহয়াবাক মোঃ জসিম উদ্দিন, সদস্য মোঃদুলাল ফেরদৌস,মোঃ সিদ্দিকুর রহমান রিজন, মোঃ  ইমরান, মোঃ সৌরভ, মোঃ রিপন হোসেন, মোঃ আল-আমিন, খায়রুল ইসলাম মুন্ন, মোঃ সোহেল
সাংবাদিকদের নিরাপত্তা, তালিকা প্রণয়ন ও নিয়োগ নীতিমালাসহ ১৪ দফা দাবিতে কলম বিরতি পালন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সদস্যরা। মঙ্গলবার (২০ মে) সকালে প্রেসক্লাবে সামনে, বেতাগী উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
একই দাবিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে কর্মসূচি পালন করছে সংগঠনটি।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না করে গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করা সম্ভব নয়। এ জন্য অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন, নিয়োগ নীতিমালা এবং তালিকা প্রণয়ন করতে হবে।
বিএমএসএফ নেতৃবৃন্দ আরো বলেন, দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকি, হয়রানি ও অবহেলার মধ্যে কাজ করছেন। অথচ তাদের জন্য নেই কোনো স্পষ্ট নীতিমালা বা আইনি সুরক্ষা। এসব অব্যবস্থার অবসান ঘটিয়ে সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মফস্বলের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।৫

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0