মধ্যরাতে আগুনে পুড়ল ফার্নিচারের দোকান থানায় অভিযোগ*

May 1, 2025 - 03:19
May 1, 2025 - 04:34
 0  10
মধ্যরাতে আগুনে পুড়ল ফার্নিচারের দোকান থানায় অভিযোগ*

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ    

 দিনাজপুর কোতয়ালী থানার আওতাধীন শিকদারহাট বাজারে মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাঠের ফার্নিচারের দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন, ০৬ নং আউলিয়াপুর ইউনিয়নের জুগিবাড়ী এলাকার মো. গোলাপ হোসেনের পুত্র দোকান মালিক মোঃ  মঞ্জুরুল হক।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত (২৭ এপ্রিল ২০২৫) রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ১২টা ১৫ মিনিটের দিকে স্থানীয়রা দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিস এবং দোকান মালিককে খবর দেয়। দোকান মালিকসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস এর লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। দোকান মালিক মো. মঞ্জুরুল হক জানান, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকা।

দোকান মালিকের অভিযোগ, পরিকল্পিতভাবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তিনি স্থানীয় দোকানদার মো. আবুল কালাম, মো. ফয়জার, এবং মো. নাইমুল সহ কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0