গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত সেফটি দিবস উদযাপন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে মহান মে দিবস ২০২৫ ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়, যার নেতৃত্ব দেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার শপথ বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারওয়ার হোসেন এবং গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর) এইচ.এম. শাহাদাত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
এদিকে, জাতীয়তাবাদী শ্রমিক দল পুলিশ লাইন মোড় বাসস্ট্যান্ডে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এছাড়াও জেলার অন্যান্য শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
