হাটহাজারীতে নবাগত ইউএনও'র সাথে অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজের  মতবিনিময়।

Aug 24, 2025 - 19:15
 0  4
হাটহাজারীতে নবাগত ইউএনও'র সাথে অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজের  মতবিনিময়।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

অন্যায়, অনাচার, চাঁদাবাজ, ইভটিজিং ও দূর্নীতি দমনের প্রত্যয়ে হাটহাজারীর প্রতিনিধিত্বশীল রাজনৈতিক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাংগঠনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত _অন্যায়_বিরোধী সচেতন_নাগরিক_সমাজ_হাটহাজারী'র নেতৃবৃন্দ আজ বেলা ১১টায় সদ্য যোগদানকৃত হাটহাজারী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আব্দুল্লাহ আল- মুমিন এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

মতবিনিময়কালে সচেতন সমাজের নেতৃবৃন্দ নবাগত ইউএনও'র যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, বাজার মনিটরিংসহ ইতিমধ্যে সম্পাদিত জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।আগামিতে এহেন জনহিতকর সকল কাজে অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজকে পাশে পাবেন বলে আশ্বস্ত করেন নেতৃবৃন্দ।

দূর্নীতি, চাঁদাবাজ, ইভটিজিং, যানজট, মাদক ইত্যাদী অপরাধমুক্ত সুন্দর, শান্তিপূর্ণ, সম্প্রীতির হাটহাজারী বিনির্মাণের লক্ষ্যে সংগঠনের পক্ষ হতে যানজট সমস্যার টেকসই সমাধান, কাচারি সড়ক ওয়ানবাই করা, থানার সম্মুখ হতে এন জহুর পর্যন্ত সড়ক চালুকরণ, সি এন জি স্টেশন পুনর্বিন্যাস, মহাসড়ক হতে কাঁচা বাজার অপসারন, মাদক ও চাঁদাবাজি বিষয়ে জিরো টলারেন্স সহ ১৭দফার একটি লিখিত সুপারিশনামা নির্বাহী কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়।ইউ এন ও সবক'টি সুপারিশ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
নবাগত ইউএনও মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজ হাটহাজারীর সভাপতি মুফতি আব্দুল আজিজ, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান চৌধুরী, সহ সভাপতি অধ্যাপক ফজলুল কাদের, জনাব আছলাম মোর্শেদ, উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার মোঃ রফিক, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ , সাধারণ সম্পাদক মাওলানা মতিউল্লাহ নূরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর আহমদ হামেদী, সাংগঠনিক সম্পাদক মাষ্টার সেলিম উদ্দীন রেজা, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মাষ্টার রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা নুরুল আবছার , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, ছাত্র যুব বিষয়ক সম্পাদক এইচ এম ইরফান উল্লাহ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক সৈয়দ গালিব,মাওলানা ওমর ফারুক, নাঈমুল ইসলাম, মোঃ রুকন উদ্দীন প্রমূখ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0