ছিনতাই, মাদক কারবারে জড়িত অভিযোগে আদাবরে গ্রেপ্তার ৭

Apr 20, 2025 - 16:15
 0  10
ছিনতাই, মাদক কারবারে জড়িত অভিযোগে আদাবরে গ্রেপ্তার ৭

রাজধানীর আদাবরে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তাররা হলেন, মো. রাসেল (২৪), তানভীর আহমমেদ শুভ (২০), মো. সুজন (৩২), মো. চঞ্চল (২৮), ফয়সাল (১৭), সোহান (১৮), চান মিয়া (৩০)। 

শনিবার (১৯ এপ্রিল) রাতে আদাবর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে মাদকগ্রহণরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা স্থানীয় এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদকচক্রের হোতা হিসেবে পরিচিত।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার তানভীর শুভ, সোহান, সুজন ও চঞ্চলের নামে আদাবর থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও চুরির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0