বেতাগী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৬তম গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  ‎দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত। 

Aug 9, 2025 - 10:46
 0  5
বেতাগী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৬তম গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  ‎দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত। 

বেতাগী উপজেলা প্রতিনিধিঃ


বরগুনার বেতাগীতে  জাকের পার্টি ছাত্রফ্রন্ট বেতাগী উপজেলা শাখার উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৬তম গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  ‎দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে ।  ‎মিশন প্রধান ছিলেন: আতিকুল ইসলাম পারভেজ সদস্য, কেন্দ্রীয় পরিষদ সাধারণ সম্পাদক, জাকের পার্টি ছাত্রফ্রন্ট, বরিশাল বিভাগ। ‎মিশন সদস্য ছিলেন: জাকের পার্টি ছাত্রফ্রন্ট, বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ। ‎সভাপতিত্ব করেন: মোঃ রাকিব সিকদার সভাপতি, জাকের পার্টি ছাএফ্রন্ট, বেতাগী উপজেলা। ৮ আগস্ট, রোজ: শুক্রবার, সময়: সকাল ১০ ঘটিকায়, বেতাগী পৌরসভা গেট সংলগ্ন এ মিশন সভা অনুষ্ঠিত হয়েছে, এসময় দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় পরে তবারক মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0