স্থানীয় এলাকায় ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য, পাঠক-সচেতনতার আহ্বান

Aug 14, 2025 - 10:43
 0  12
স্থানীয় এলাকায় ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য, পাঠক-সচেতনতার আহ্বান

নিউজ ডেক্স : 

সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ থানায় স্থানীয় এলাকায় সাম্প্রতিক সময়ে এক হলুদ সাংবাদিক 
ভূয়া পরিচয়ে করছেন জনমানুষের সম্মানহানী করছেন, সে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয়
দিয়ে নানা অসংলগ্ন কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন । সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ কিছু পোস্ট ও 
বার্তা প্রকাশিত হয়েছে, যা থেকে স্পষ্ট—তার সাংবাদিকতার সঙ্গে ন্যূনতম পেশাদারিত্ব বা নৈতিকতার সম্পর্ক নেই।
কিছু দিন আগে স্থানীয় বিএনপির সনামধন্য একজন ব্যক্তি কে নিয়ে ও তার বেশ কিছু ভূয়া ছবি (এডিটকৃত ১৮+ ছবি)
ব্যবহার করে তাহা সোসাল মিডিয়ায় পোস্ট করে ব্যপক সম্মান হানী করে,

এই ভূয়া কালাম যে পত্রিকার পরিচয় ব্যবহার করে
সে পত্রিকায় তার আজ পর্যন্ত তার কোনো প্রকাশিত সংবাদ নেই, এমন কি নির্বাহি সম্পাদক তাকে চেনে না 
এ বিষয়ে ভূয়া সাংবাদিক কালাম কে প্রশ্ন করলে বলেন -{ আমার এলাকা সব - সম্পাদক না চিনলে কোনো জায় আসেনা !}
এসব বিষয় জানার পর - ভূয়া সাংবাদিক কালাম / কালাম কূ কে নিয়ে ভিডিও সংবাদ প্রচার করায় হলুদ কালাম 
- অনলাইন এক্টিভিস্ট ও সাংবাদিক আকিবুজ্জামিন এর কিছু ভূয়া ছবি (১৮+) ফেক তৈরি করে পোস্ট করে 
সম্মানহানী করার চেষ্টা করে, এবং প্রায় ০৬ মাস আগের একটি ভিডিও তার মতামত ছাড়া প্রকাশ করে,
 এ ছাড়াও কালাম নিবন্ধীত কোনো পত্রিকার সাংবাদিক নয়,
 তাই সে কোথাও অপসাংবাদিকতা করতে গেলে পুরিশে সোপর্দ করা আহ্বান । সতর্ক হন

স্থানীয় সাংবাদিক মহল এবং সচেতন নাগরিকরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং 
প্রকৃত সাংবাদিকদের সুনাম রক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রকৃত সাংবাদিকতা সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষার জন্য। 
ভুয়া সাংবাদিকতার মাধ্যমে ব্যক্তি স্বার্থে অপপ্রচার ও হয়রানি শুধু সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে না, 
বরং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান—
এ ধরনের ভুয়া সাংবাদিক চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।


ব্যক্তিগত তথ্য ও তার বিকৃতির জন্য সম্মানহানি, পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছেন - ভুক্তভোগী  বিশিষ্ট  বি এন পি নেতা ও আরেক ভুক্তভোগী সাংবাদিক আকিবুজ্জামিন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0