ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ

Apr 20, 2025 - 11:01
 0  0
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ

গত ২১ মার্চ মুক্তি পায় হলিউড ছবি ‘স্নো হোয়াইট’। সারা বিশ্বের কমবেশি নানা দেশে ছবিটি মুক্তি পেলেও লেবাননে ছবিটি মুক্তি পাচ্ছে না। মূলত ছবিটি সেদেশটিতে নিষিদ্ধ করা হয়েছে; কারণ, সিনেমাটিতে অভিনয় করেছেন ইসরাইলি অভিনেত্রী গ্যাল গ্যাদত।

লেবাননের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। সিনেমায় গ্যাল গ্যাদতের উপস্থিতির কারণেই লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা সিনেমাটি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরাইলি হামলা এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ ঘটনা নতুন নয় একেবারেই।

লেবাননভিত্তিক এক চলচ্চিত্র সংস্থা জানায়, লেবাননে অনেক আগে থেকেই ইসরায়েলি বয়কটের তালিকায় রয়েছেন গ্যাল গ্যাদত। ফলে তার অভিনীত কোনো চলচ্চিত্রই দেশটিতে মুক্তি পায়নি।

তবে শুধু গ্যাল গ্যাদতের কারণে নয়, এই সিনেমা ঘিরে ছিল আরও নানা বিতর্ক। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0