বেতাগীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে বিএমএসএফ এর ফুলের শুভেচ্ছা। 

Aug 26, 2025 - 14:37
 0  16
বেতাগীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে বিএমএসএফ এর ফুলের শুভেচ্ছা। 

বিশেষ প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান 

বেতাগীতে  নবাগত  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী। 
এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বেতাগী উপজেলা শাখা।  
মঙ্গলবার  (২৬ শে আগস্ট ) সকাল ১০ ঘটিকায়  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফরমের বেতাগী উপজেলা শাখার সদস্য গন নবাগত ইউএনও হরেকৃষ্ণ অধিকারী কে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের  সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন নবাগত ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। পাশাপাশি
সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও জাতির দর্পণ বলে অভিহিত করেন।
এসময় বেতাগী উপজেলা শাখার  সভাপতি মোহাম্মদ হাসান। সাধারণ সম্পাদক মোঃ ফোরকান ইসলাম ইমরাত সহ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সুজন (আমার সংবাদ) সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান রিজন (মাতৃভূমির খবর) প্রচার সম্পাদক ইমরান হোসেন (আজকের সুন্দরবন) দপ্তর সম্পাদক মোঃ রিপন হাওলাদার (দেশবার্তা নিউজ), সাংস্কৃতিক সম্পাদক মোঃ সৌরভ জোমাদ্দার (বাংলা দৈনিক), সদস্য
 মিজানুর রহমান ডব্লিউ( আমার দেশ),জামাল খান(আইটিভি) মোঃ দুলাল ফেরদৌস(বিশ্ব মিডিয়া) প্রভাষক মোঃ রাশেদ খান মোঃ সবুজ খান উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0